খাগড়াছড়িতে জেলা পরিষদের ভবন ধসে নিহত ১, আহত ৫

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে সাজ্জাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ শহরের কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে। সে শ্রমিকের কাজ করে পড়াশোনার খরচ যোগাতো বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা রাজেস বড়ুয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের একাংশ বিকট শব্দে ধসে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন। উদ্ধার কাজে সেনাবাহিনী ও ছিলো।
এ সময় শেডের নিচে চাপা পড়ে আহত হন অন্তত পাঁচজন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন বলে জানান রাজেস বড়ুয়া।
তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন,খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকম।
এএজেড
