টেকনাফে সাড়ে ১৩ কোটি টাকার মাদক উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ১৩ কোটি টাকার ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার (৮ অক্টোবর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়। বিআরএম-১৫ থেকে আনুমানিক ২০০ গজ উত্তর দিকে সাড়ে চার কিলোমিটার এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবি।টহলদল দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় টহলদল চ্যালেঞ্জ করে দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। এসময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে সাঁতার দিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে বিজিবি। ব্যাগের ভেতর থেকে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এদিকে শনিবার ভোর সোয়া ৫টায় টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সংকেত অমান্য করে একটি ইজিবাইকের চালক চলে যাওয়ার চেষ্টা করে। ইজিবাইকটিকে ধাওয়া করে টহল দল। একপর্যায়ে চলন্ত অবস্থায় চালক ইজিবাইক থেকে লাফ দিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যান। টহলদল ইজিবাইকে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়াও অবৈধভাবে মাদক বহনের দায়ে ইজিবাইকটিও জব্দ করা হয়।
এসএন