মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় দারুল ইসলাম মডেল মাদ্রাসা নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র (১৪) শিক্ষকের বলাৎকারের শিকার হয়েছে। এ ঘটনায় রাসেল মিয়া (২৩) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিকে এ ঘটনা ঘটে।
আটক রাসেল মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা মিনা পাড়া এলাকার একরাম মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসার আবাসিকে থাকতেন বলে জানা যায়।
পুলিশ জানায়, বুধবার রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষক রাসেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে দারুল ইসলাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আসাদ আকন্দ বলেন, অভিযুক্ত শিক্ষক ঘটনার দিন রাতে আমাদের এখানে আসছে। তার নাম-পরিচয় আমাদের কাছে নাই।
পূর্ণ পরিচয় না জেনে নিয়োগ কেন দিলেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাতে আদালতে পাঠানো হবে।
এসআইএইচ