প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যা
সাভারের আশুলিয়ায় প্রেমিকাকে না জানিয়ে গোপনে বিয়ে করায় প্রেমিকের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গণবিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ ওই চিকিৎসক প্রেমিককে আটক করেছে। তবে নিহত ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬অক্টোবর) সকাল ৮টায় ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম। এর আগে বুধবার (৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম নুশরাত মীম কুমকুম(২৬)। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দেহেরগাতি এলাকার মৃত শাহজাহান তালুকদারের মেয়ে। সে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করত বলে জানা যায়।
আটক ফিরোজ আলম (৩১) ঢাকার দোহারের রাধানগর গ্রামের ওমর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার মেডিকেল অফিসার।
নিহতের ভাই ফেরদৌস আলম বলেন, বিকাল ৩টার দিকে থানা থেকে আমাকে ফোন করে জানানো হয় আমার বোন আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে আসি। আমার বোন আত্মহত্যা করার মতো মেয়ে না। আমাদের ধারণা তাকে হত্যা করা হয়েছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই।
পুলিশ জানায়, নুসরাত ও ফিরোজের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে নুসরাতকে না জানিয়ে অন্যত্রে বিয়ে করেন ফিরোজ। পরে নুসরাত বিষয়টি জানতে পারেন। এ নিয়ে ফিরোজের সঙ্গে তার মুঠোফোনে বাকবিতণ্ডা হয়। পরে নুসরাত ডেন্ডাবর এলাকায় ফিরোজের ভাড়া ফ্ল্যাটে হাজির হন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ফিরোজ বারান্দায় অবস্থান নেন। এ সময় নুসরাত বারান্দার দরজা বন্ধ করে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে ফিরোজ মুঠোফোনে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে নুসরাতের মরদেহ উদ্ধার করে এবং ফিরোজকে আটক করে। পরে গতকাল (৫ অক্টোবর) রাত ১১টায় নিহতের ভাই বাদী হয়ে আটক ফিরোজের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে প্রেম সংক্রান্ত ঘটনার জেরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। আজ (বৃহস্পতিবার) আসামিকে আদালতে পাঠানো হবে।
এসআইএইচ