ঢাকের তালে সিঁদুর খেলে শেষ হল প্রতিমা বিসর্জন
সনাতন (হিন্দু) সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। দুর্গোৎসবের শেষ দিনে বুধবার সকাল থেকে বগুড়ায় শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। সকালে দর্পন বিসর্জন এবং পরে মন্ডপে মন্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মালম্বীদের ছোট বড় সবাই।
দেবীর ভক্তরা ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে উৎসবের মধ্য দিয়ে 'মা' দেবী দুর্গাকে বিদায় জানায়। সনাতন শাস্ত্র অনুযায়ী দর্পন বিসর্জনের পর শান্তিজল গ্রহণ করে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন।
ঢাক-ঢোলের বাজনা, শঙ্খ, কাঁসর আর উলুধ্বনির মধ্য দিয়ে বগুড়ার মন্ডপ গুলোতে জগতের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসব করেন সনাতন ধর্মাবলম্বী পূজারী, ভক্ত ও পুণার্থীরা।
শারদীয় দুর্গোৎসবের শেষ সময় বুধবার সকাল থেকেই দেবী দুর্গাকে বিদায়ের জানানোর প্রস্তুতি নেয় তারা। বিজয়া দশমীতে সকালে দেবী বিসর্জনের পূর্ব পর্যন্ত জেলার মন্দিরে মন্দিরে এই সিঁদুর খেলার উৎসব সিক্ত মনে পালন করে অগনিত ভক্তবৃন্দরা।
বুধবার বিকেল ৫টায় গোধলী লগ্নে জেলা শহরের প্রত্যেকটি মন্ডপ থেকে প্রতিমাগুলো নেয়া হয় শহরের চারটি পয়েন্টে দত্তবাড়ী পানির ট্যাংকি লেন, এসপি ব্রিজ, বকশিবাজার ঘাট, চেলোপাড়া শিতলীতলা ঘাটে। পরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।
এছাড়াও বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলের ম-পগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় নিকটস্থ নদী বা জলাশয়ে। প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদ।
এএজেড