সব ধর্মের মেলবন্ধন বাংলাদেশে: মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, সব ধর্মের মেলবন্ধন বাংলাদেশে। প্রত্যেক ধর্মের মানুষ এখানে বসবাস করে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার পরেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা আর পরেই মুসলমানদের ঈদ এ মিলাদুন্নবী। প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে এবং করবে। আর শান্তিপূর্ণভাবে নিজ ধর্মের উৎসব পালন করার জন্য নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলানায়তনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণ পূর্ণিমা উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে অনুদানের চাল বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, ইসলাম ধর্মের পাশাপাশি সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকার দেয়া হয়েছে। সকল ভালো মানুষদের সমাজের দুষ্ট মানুষদেও বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো শেখ ছাদেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। আয়োজকরা জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণ পূর্ণিমা উপলক্ষে বান্দরবান সদরের ১৪০ টি বৌদ্ধ বিহারে ৫০০ কেজি করে সরকারি অনুদানের চাল বিতরণ করা হয়েছে।
এএজেড