গাজীপুরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় ১জন নিহত ও গাড়ির চালক আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল হাসিব খাঁন (৪২) স্থানীয় বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খাঁনের ছেলে। তিনি 'সাইফ পাওয়ার টেক' কোম্পানির প্রধান ক্রয় কর্মকর্তা। তার গাড়ির চালক সজিব খাঁন এ ঘটনায় আহত হয়েছেন। ভৈরব রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ জানান, কালীগঞ্জের নাগরী থেকে প্রাইভেটকারযোগে সোহেল হাসিব খাঁন টঙ্গীর দিকে যাচ্ছিলেন। সোহেলের মাইক্রোবাস টঙ্গী-ভৈরব রেল সড়কের নলছাটা রেলক্রসিং অতিক্রম করছিল।
একই সময়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনও ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল হাসিব খাঁনের মৃত্যু হয়। স্থানীয়রা মাইক্রোবাস চালক সজিব খাঁনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এএজেড
