বিলোনীয়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে ফেনীর পরশুরামের বিলোনীয়া স্থলবন্দর দিয়ে ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (৩ অক্টোবর) বিলোনীয়া স্থলবন্দর শুল্ক স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. জহির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রবিবার থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও এ কার্যক্রম বন্ধ থাকবে। ৮ অক্টোবর পুনরায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
তবে বিলোনীয়া ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, দুর্গাপূজায় বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিলোনীয়া স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইব্রাহিম জানান, ২ অক্টোবর থেকে টানা ৫ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা সাময়িক কর্মহীন হয়ে গেছে। বন্ধ শেষ হলে আবার বন্দর সচল হবে শ্রমিকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
বিলোনীয়া শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ জানান, ২ অক্টোবর থেকে ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এসজি
