ফুলগাজী সরকারি কলেজে ১৩ শিক্ষকের পদই শূন্য

শিক্ষক সংকটের কারণে ফেনীর ফুলগাজী সরকারি কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজটিতে ২৪ জন শিক্ষক পদের ১৩টিই শূন্য রয়েছে। ফলে ৬০০ শিক্ষার্থীর মধ্যে হাতে গোনা কয়েকজন কলেজে আসেন। কলেজে নেই কোনো করলব, শিক্ষার্থীদের আনাগোনা, প্রাণচাঞ্চল্য।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে বর্তমানে ২৪টি পদের মধ্যে শুধু ১১ জন প্রভাষক রয়েছেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে নেই প্রভাষক। অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদও রয়েছে শূন্য। আইসিটি, হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, রসায়ন, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো শিক্ষক নেই।
ঠিকমতো ক্লাস না হওয়ায় কলেজে অনেক শিক্ষার্থী থাকা সত্ত্বেও নিয়মিত তারা কলেজে আসেন না। এ কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক না থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত ক্লাসে আসেন না। বর্তমানে এই কলেজে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছেন। এ বছর ২১১ জন এইচএসসি পরীক্ষার্থী এবং প্রথম বর্ষের ভর্তি রয়েছেন ৪১৬ জন শিক্ষার্থী। কিন্তু নিয়মিত হাতে গোনা কয়েকজন ছাড়া আর কোনো শিক্ষার্থী কলেজে আসেন না।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, রসায়নের কোনো শিক্ষক নেই, এদিকে ব্যবসা শিক্ষা বিভাগের বেশ কয়েকটি পদের শিক্ষক নেই, তাই ব্যবসায় শিক্ষা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কলেজে পড়তে আসেন না।
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার বলেন, একদম ক্লাসের পড়া ছাড়া শুধু প্রাইভেট দিয়ে তো সবকিছু পরিপূর্ণ করা যায় না। সংকটের কারণে নিয়মিত হাতে গোনা কয়েকজন ছাড়া আর কোনো শিক্ষার্থী কলেজে আসেন না।
ফুলগাজী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ ভূঞা বলেন, এই কলেজের শিক্ষা ব্যবস্থা বর্তমানে অবনতির দিকে রয়েছে। অনেক পদ থাকার পরেও এই কলেজের মাত্র ১৯ জন প্রভাষকের মধ্যে ১১ জন রয়েছেন। অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদও শূন্য।
তিনি বলেন, এখানে শিক্ষক এলে বেশি দিন থাকেন না, বদলি হয়ে চলে যান। যে শিক্ষকেরা এখানে বদলি হয়ে আসেন, তারা কিছুদিন থাকার পর এমনিতেই চলে যান। সরকার শিক্ষকদের থাকার জন্য একটি ডরমিটরি ব্যবস্থা ও শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করলে কলেজের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসবে।
এসএন
