সড়কের পাশ থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আবুল কাশেম বজলু (৫৫) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলার টান পুটিয়া এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবুল কাশেম বজলু বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও মিরাদী গ্রামের মো. আবদুল জব্বারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন আবুল কাশেম। আজ সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস্) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন।
এসজি
