সীমান্তে উত্তেজনা: টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ

মিয়ানমারে টানা গোলাগুলির ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। বান্দরবানের ঘুমঘুম-তুমব্রু সীমান্তের পর এক টেকনাফ সীমান্তেও আতঙ্ক বিরাজ করছে। ফলে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে আমরা টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছি। তবে বিকল্প উপায় হিসেবে চট্টগ্রাম ও ঢাকা থেকে জাহাজ চলাচল করবে।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরফানুর হক বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখতে উপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সব ধরনের জাহাজ চলাচল বন্ধ থাকবে।
প্রসঙ্গত, রাখাইন রাজ্যের বিভিন্ন পাহাড়ে টানা দুই মাস ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। আরাকান আর্মির আস্তানা গুঁড়িয়ে দিতে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে রাত ও দিনে ছোড়া হচ্ছে মুহুর্মুহু গুলি ও অসংখ্য মর্টারের গোলা। প্রতিদিন গোলাগুলি ও গোলা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে সীমান্ত এলাকার ঘরবাড়ি। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন সেখানকার বাসিন্দারা।
এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দারাও গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন। তারা বলছেন, মাঝে মাঝেই খুব বিকট শব্দ আসছে। এগুলো মর্টার শেলের শব্দ হতে পারে।
এসজি
