নরসিংদীতে মালবাহী ট্রাকচাপায় নিহত ৪

নরসিংদীর রায়পুরায় মালবাহী ট্রাকচাপায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলার মেশিনঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রায়পুরা এলাকার সিদ্দিক ও আবুল কালাম এবং বেলাবো এলাকার সিদ্দিক। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটের একজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যায়।
এসআইএইচ
