ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দিনমজুরের

ফেনীতে ট্রেনের ধাক্কায় খলিলুর রহমান (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে ফেনী রেল স্টেশনের অদূরে উত্তর সহদেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ (জিআরপি) নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত খলিলুর রহমান নোয়াখালীর সুধারাম থানা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে জামালপুরগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেল স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় পথচারী খলিলুর রহমান ওই স্থানে রেলপথের পাশ দিয়ে হাটছিলেন। এক পর্যায়ে ট্রেনের গতির সঙ্গে বাতাসের গতিও বেড়ে যাওয়ায় তিনি ওই গতি সামলে উঠতে পারেননি। বাতাসের গতিতে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ফেনী রেল স্টেশন থেকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ভাই জলিলুর রহমান তার ছোট ভাইয়ের লাশ শনাক্ত করেন।
ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ফেনী রেল স্টেশন জিআরপি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক মো. আলী আকবর।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসআইএইচ
