নোয়াখালীতে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ফেনী জেলার গজারিয়া কান্দি গ্রামের পাঠান বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে আব্দুর লতিফ (৩৮) ও চট্রগ্রামের ফটিকছড়ির নানপুর কিপাত নগর গ্রামের রঞ্জিত শীলের স্ত্রী পাপড়ি শীল (৩০)।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের নোয়াখালী টু কুমিল্লা মহাসড়কের মদিনা মসজিদের সামনের পাকা রাস্তা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয। আটক ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এসআইএইচ
