মণ্ডপে কোরআন: এক বছরেও শেষ হয়নি ৬ মামলার তদন্ত
ফাইল ছবি
গত বছর শারদীয় দুর্গা পূজা চলাকালে কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ের অস্থায়ী একটি মণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার পর কুমিল্লা জেলায় মোট ১২টি মামলা দায়ের করা হয়। গত এক বছরে দায়ের করা মামলা গুলোর মধ্যে ৬টির তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে। আর এই ৬ মামলায় অভিযুক্ত করা হয়েছে ১০৫ জনকে। বাকি ৬ মামলার তদন্ত এখনও শেষ হয়নি। তবে এসব মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা। এ ঘটনার পর কক্সবাজার থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ঘটনার মূল হোতা ইকবাল কারাগারে রয়েছেন এবং চার্জশিটভুক্ত বাকি আসামিরা জামিনে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে বছর ঘুরে আবারো ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। কুমিল্লার সনাতন ধর্মাবলম্বীরা জানান, বিগত বছরেরর অভিজ্ঞতা ভুলে এবার কুমিল্লাতে সুশৃঙ্খল নিরাপদ এবং জাঁকজমকভাবে দুর্গা পূজা পালন হবে।
প্রসঙ্গত, গত বছর দুর্গোৎসবের সময় ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘীর পাড়ের অস্থায়ী একটি পূজা মণ্ডপে কোরআন শরিফ পাওয়াকে কেন্দ্র করে সহিংসতা ছড়ায়। কুমিল্লাসহ দেশের বেশ কয়েকটি জেলায় এর প্রভাব পড়ে। অনলাইনে উস্কানি ছড়ানোর দায়ে ঘটনার মূল হোতা ইকবালসহ বেশ কয়েকজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সময় কুমিল্লার সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় মোট ১২টি মামলা দায়ের করা হয়। এসব মামলার তদন্ত করছে সিআইডি, পিবিআই ও থানা পুলিশ।
এ ব্যাপারে কুমিল্লা সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বলেন, আমাদের কাছে তদন্তে থাকা ৬টি মামলার মধ্যে ৫টি মামলারই অভিযোগপত্র দাখিল করেছি। একটি মামলায় ধারা পরিবর্তন করার কারণে প্রশাসনিক অনুমোদনের প্রয়োজন বিধায় অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করতে বিলম্ব হচ্ছে। জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন চাওয়া হয়েছে। তা পেলেই সাথে সাথে চার্জশিট দেওয়া হবে। ৫ মামলার চার্জশিটে তদন্তপূর্বক ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সিআইডি পুলিশ সুপার জানান, ধর্মঅবমাননা ও সন্ত্রাসবিরোধী ধারায় যে মামলাটি কোতয়ালী থানার (মামলা নং-৫২), এটিতে আরেকটি ধারা সংযুক্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া সন্ত্রাস দমন, বিশেষ ক্ষমতা আইন, ডিজিটাল নিরাপত্তা ও বিষ্ফোরক আইনের মামলা গুলোর অভিযোপত্র দেওয়া হয়েছে।
পিবিআই জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে থাকা ৪টি মামলার মধ্যে একটি মামলায় একজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। বাকি তিনটি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে।
এদিকে সন্ত্রাস ও নাশকতা দমন আইনে জেলা পুলিশের তদন্তে থাকা দুটি মামলাও প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
তিনি বলেন, গত বছরের পূজা মণ্ডপ কাণ্ডে দায়ের করা দুটি বড় মামলার তদন্ত করেছে কুমিল্লা জেলা পুলিশ। এই দুইটি মামলার তদন্ত শেষ। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন পেলেই আমরা প্রতিবেদন বা চার্জশিট দিতে পারব।
গত বছরের ঘটনার পর এই বছরও নানুয়া দিঘীর পাড়ের পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তবে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানালেন, গত বছরের সহিংসতার কথা মাথায় রেখে এ বছর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল পাল জানান, এ বছর কুমিল্লায় ৭৯৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবার সুশৃঙ্খলভাবেই পূজা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু জানান, আমরা গত বছরের সকল অভিজ্ঞতার কথা ভুলে সার্বজনীন ভাবেই এ বছর দুর্গোৎসব পালন করব। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন প্রায়। সকল ধর্ম যার যার রাষ্ট্র সবার- এই নীতিতে সারাদেশের ভাবমূর্তির কথা মাথায় রেখে আমরা এ বছর সরকারি সকল নির্দেশনা মেনে দূর্গোৎসব পালন করব।
এসআইএইচ