নয় স্বর্নের বার ভারতে আটক এক বাংলাদেশী

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বৈধভাবে পাসপোর্টের মাধ্যমে ভারতে গিয়ে ৯টি স্বর্নের বার নিয়ে ভারতীয় কাস্টমসের নিকট ধরা খেলেন মন্টু ভদ্র নামের (৩৪) বাংলাদেশী এক যুবক। এদিকে ভারতে গিয়ে স্বর্নের বার নিয়ে আটকের ঘটনায় সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল বুধবার সকালে ওই ব্যাক্তি হিলি ইমিগ্রেশন ও কাস্টমসে পাসপোর্টের কার্যক্রম সম্পুর্ন করে ভারতে প্রবেশ করলে ভারতীয় হিলি কাস্টমস কতৃপক্ষ তার দেহ তল্লাশী করে পেছনের পকেট থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে এসব স্বর্নের বার গুলি উদ্ধার করে। যার ওজন ২ কেজি ৯৮১ গ্রাম বলে ভারতীয় কাস্টমস সুত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ভারতীয় এক নাগরিককে আটক করেছে ভারতীয় কাস্টমস। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মো.বদিউজ্জামান বলেন, বুধবার সকালে মন্টু নামের ওই বাংলাদেশী নাগরিক পাসপোর্টের মাধ্যমে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পুর্ন করে ভারতে যায়। পরে শুনলাম যে ভারতীয় কাস্টমস কতৃপক্ষ তাকে স্বর্নসহ নাকি আটক করেছে। যেহেতু তাকে ভারতীয় কাস্টমস আটক করেছে এবিষয়ে তারা সেখানে আইনগত ব্যবস্থা নিবে। তবে ভারতীয় ইমিগ্রেশন আটক করলে তারা আমাদেরকে সেই বিষয়টি অবহিত করতো।
এএজেড
