সাফজয়ী ৫ পাহাড়ি কন্যাকে সেই বিদ্যালয়ের সংবর্ধনা
যে বিদ্যালয় থেকেই উঠে এসেছেন সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ৫ পাহাড়ি ফুটবল কন্যা সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের। এই ৫ শিক্ষার্থীর কারণে দেশব্যাপী প্রশংসায় ভাসছে ঘাগড়া উচ্চ বিদ্যালয়টি।
রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিতুপর্ণা চামকা, রূপনা চাকমা, মনিকা চাকমা, আনাই মগিনী এবং আনুচিং মগিনী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য। রাঙামাটির প্রত্যন্ত এই বিদ্যালয় থেকে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তারা। এর মধ্যে রিতুপর্ণা চাকমা ও রূপনা চাকমা রাঙামাটি এবং মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনী খাগড়াছড়ির বাসিন্দা। তবে খেলাধুলার সুবাধে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা।
এই ৫ জনের সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান ঘাগড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, কোচ শান্তি মনি চাকমা এনং মগাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বীরসেন চাকমা। সাফজয়ী মেয়েদের সাফল্যে এলাকাবাসীর পর এবার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে সংবর্ধনা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঘাগড়া উচ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে ঘাগড়া বাজার থেকে স্থানীয়রা ব্যান্ডপার্টি সহকারে আনন্দ উল্লাস করে শোভাযাত্রার মাধ্যমে ৫ নারী ফুটবলাকে বিদ্যালয়ে নেওয়া হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।
ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান বলেন, আমাদের মেয়েদের সাফল্যে পুরো দেশের মানুষ আজ আনন্দিত। মেয়েরা পাহাড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে দেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছে।
এদিকে বিকালে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে ৫ ফুটবল কন্যাকে রাঙামাটি মারী স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে যোগদান করতে ঘাগড়া থেকে রাঙামাটি মারী স্টেডিয়াম পর্যন্ত শোভাযাত্রা সহকারে গাড়ি করে আনা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ৫ ফুটবল কন্যাকে জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা করে ১০ লাখ টাকা আর তাদের জন্য অবদান রাখায় সম্মাননা হিসেবে ফুটবল কোচ শান্তি মনি চাকমা ও বীরসেন চাকমাকে ৫০ হাজার করে ১ লাখ টাকা দেওয়া হবে।
এসজি