ফেনীতে ১৬৬ কেন্দ্ৰে দেওয়া হচ্ছে কোভিড টিকা
ফেনীতে গণটিকাদানের অংশ হিসেবে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) জেলার ১৬৬ কেন্দ্রে ১২ বছরের বেশি বয়সের মানুষকে দেওয়া হচ্ছে করোনাভাইরাসের টিকা। টিকাদানের লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, আজ বুধবার থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজের বড় পরিসরের টিকা দেওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হবে। এরপরও যারা টিকার বাইরে থাকবেন তারা নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
সূত্র আরও জানায়, সরকারি নির্দেশনা মতে আজ থেকে থেকে তিন দিন জেলার ৬ পৌরসভা, ৪৩টি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একযোগে ১৬৬টি কেন্দ্রে ১২ বছরের বেশি বয়সীদের করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে।
গণটিকাদান কর্মসূচিতে প্রতিটি কেন্দ্রে দুইজন স্বাস্থ্যকর্মী ও তিনজন করে স্বেচ্ছাসেবক এ কাজে নিয়োজিত থাকবেন। ইতোমধ্যে টিকাদানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে টিকা ও সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়েছে।
অপর একটি সূত্র জানায়, গণটিকাদানের লক্ষ্যে সরকারিভাবে জেলায় ১ লাখ সিনোভ্যাক টিকা পাওয়া গেছে। প্রতিটি টিকা কেন্দ্রে ৫০০ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেওয়া হবে। তবে টিকাদানের ক্ষেত্রে বয়স্ক, নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।
জানতে চাইলে জেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, টিকাদান কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য তিনি দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন।
এসএন