৩ জনকে জখম করে বাবাকে উদ্ধার, গ্রেপ্তার ২
৫০ বছর বয়সী বাবা অপকর্ম করলে ধাওয়া দিয়ে আটক করে এলাকাবাসী। এ সময় বাবাকে ওই পরিস্থিতি থেকে বাঁচাতে অস্ত্র হাতে ছুটে আসে ছেলে। তিন যুবককে ওই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছাড়িয়ে নেয় বাবাকে। ওই ঘটনায় মামলা হলে আত্মগোপন করে উভয়েই। অবশেষে ঘটনার প্রায় দেড় মাস পর র্যাবের যৌথ টিমের অভিযানে গ্রেপ্তার করা হলো ওই নায়কবেশী যুবকসহ তার বাবাকে।
গ্রেপ্তারকৃতরা হলেন-নাটোরের সিংড়া উপজেলার মির্জাপুর এলাকার আকবর আলীর ছেলে ফাতু (৫০) এবং তার ছেলে সজিব (২০)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ১৫ আগস্ট সিংড়া উপজেলার মির্জাপুর এলাকার আবু বক্করের ছেলে
মো. শান্ত হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নাটোর সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৪ আগস্ট সকালে তিনি মাছের পোনা কিনতে বাইরে গেলে আসামি মো. ফাতু তার বাড়িতে আসে। এ সময় তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে জানতে পারে বাড়িতে তার অনুপস্থিতি। সেই সময় আসামি ফাতু (৫০), তার স্ত্রীর কাছে পানি পান করতে চাইলে তার স্ত্রী পানি আনতে ঘরে যায়। ওই সময় আসামি ফাতুও স্ত্রীর অগোচরে পেছন পেছন ঘরে গিয়ে তার স্ত্রীকে পেছনে থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে আসামি ফাতু দৌড়ে পালাতে উদ্যত হয়। উপস্থিত লোকজন তাকে ধাওয়া করে আটক করে।
কোম্পানী কমান্ডার আরও জানান, বিষয়টি জানতে পরে ফাতুর ছেলে সজীব (২০) তার বাবাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছরি হাতে দৌড়ে আসে। এ সময় ছড়ির আঘাত বাবাকে আটক করা স্থানীয় অধিবাসী ইয়ার আলীর ছেলে আইয়ুব আলী বাবু (২০), জান মামুদের ছেলে তয়েজ উদ্দিন (২৫) ও আবুল হোসেনের ছেলে জাকারিয়া (২০) কে জখম করে বাবাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়।
অভিযান বিষয়ে ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানার কেল্লাবাড়ী এলাকায় সিপিসি-১ দিনাজপুর, র্যাব-১৩ রংপুর এর সহায়তায় অভিযান পরিচালনা করে আসামি ফাতুকে গ্রেপ্তার করা হয়। এরপর নাটোর জেলার সিংড়া থানার দিয়ার কাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সজিবকে গ্রেপ্তার করা হয়। আসামিদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বুধবার সকালে ওই আসামিদের কোর্টে চালান দেওয়া হয়েছে।
এসআইএইচ