আইসক্রিম কারখানায় মেয়াদ উত্তীর্ণ রঙ, জরিমানা
ফেনীতে একটি আইনক্রিম কারখানায় মেয়াদ উত্তীর্ণ রঙ, ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী পৌরসভার মধুপুর সড়কে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্র জানায়, ফেনী পৌরসভার মধুপুর সড়ক এলাকায় অবস্থিত সোনিয়া আইসক্রীম ফ্যাক্টরী নামে একটি আইসক্রীম তৈরির কারখানায় মেয়াদ উত্তীর্ণ রঙ, ক্ষতিকর কেমিক্যাল ও সালফিউরিক এসিড এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রকমের আইসক্রীম তৈরী করা হচ্ছে এমন খবর পেয়ে ফেনীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। তারা ওই কারখানায় গিয়ে অভিযোগের সত্যতা দেখতে পাওয়া যায়। এতে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ.দা) মো. কাউছার মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ধরনের আরও অভিযান চলবে। এ সময় ফেনীর নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং ফেনী সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এএজেড