গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা: কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট
ফেনী শহরের সুলতানপুর এলাকায় গরু ব্যবসায়ী শাহজালালকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফেনী পৌরসভার কাউন্সিলর আবুল কালামসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গৃহীত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানের আদালত তা গ্রহণ করেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেছে আদালত।
এর আগে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন ফেনী মডেল থানার সাবেক ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার।
সূত্র আরও জানায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষ্যে কিশোরগঞ্জ থেকে শাহজালালসহ কয়েকজন মৌসুমী গরু ব্যবসায়ী একটি ট্রাকে গরু নিয়ে সুলতানপুরে আসেন। ওই রাতে ট্রাকসহ গরু লুট করতে যান পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার সহযোগিরা। এতে বাঁধা দেওয়ায় শাহজালালকে গুলি করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে লাশ ফেলে দেওয়া হয়। পরে এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে কালাম, ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগি নাঈমুল হাসানের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে গ্রেপ্তার এবং কালামের রক্তমাখা শার্ট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারের পর নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এসআইএইচ