চাঁদপুরে ২১৯ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ৬ দিন বাকি। প্রতিবছর শরতের শুভ্রতায় বাঙালি জাতি শারদীয় উৎসবটি জাঁকজমকভাবে পালন করে থাকে। শারদীয় উৎসবকে ঘিরে চাঁদপুর শহর ও পুরো জেলায় চলছে সাজসাজ রব। সনাতন ধর্মাবলম্বী সব বয়সী মানুষের মাঝে বইছে আনন্দের ঢেউ।
অসুরবিনাশিনী দেবী দুর্গা গজে আগমন করবেন এবং নৌকায় গমন করবেন। চণ্ডীপাঠের মধ্য দিয়ে আগামী ১ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের ৫ দিনব্যাপী কার্যক্রম শুরু হবে। ৫ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে তা শেষ হবে।
এবছর চাঁদপুর জেলায় মোট ২১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩৬টি, ফরিদগঞ্জ উপজেলায় ২০টি, শাহরাস্তি উপজেলায় ১৮টি, হাজীগঞ্জ উপজেলায় ২৯টি, হাইমচর উপজেলায় ৬টি, কচুয়া উপজেলার ৪১টি, মতলব উত্তর উপজেলায় ৩১টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সদর উপজেলার মণ্ডপগুলো হলো- কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা মন্দির, রাম কৃষ্ণ আশ্রম, কুন্ডে বাড়ি মন্দির, মজুমদার বাড়ি মন্দির, বাতাসা পট্টি বারোয়ারী মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, হরিসভা পূজা মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া মন্দির, পুরাণবাজা ঘোষপাড়া সুনীল চন্দ্র ঘোষের বাড়ি মন্দির, জাফরাবাদ পালপাড়া পূজা মন্দির, রঞ্জিতদাসের বাড়ি পূজা মন্দির, নতুন বাজার পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার দাস পাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার হরিজন পল্লী সার্বজনীন পূজা মন্দির, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্দির, পুরানবাজার মৈশাল বাড়ি পূজা মন্দির, বাবুরহাট শিলন্দিয়া সারদীয় পূজা মণ্ডপ, মনোহর খাদি দামোদরদী কমল কৃষ্ণ বাড়ি পূজা মন্দির, প্রতাপ সাহা রোড দুর্গা বাড়ি পূজা মন্দির, চরবাকিলা সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ, রমেশদের বাড়ি, বড়স্টেশন ডগলাইন হরিজন পল্লী মহাবীর মন্দির ও স্বর্ণখোলা রোড হরিজন পল্লী সন্তুষি মায়ের মন্দির, ডাসদী বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ।
এসজি