সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

চাঁদপুরে ২১৯ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ৬ দিন বাকি। প্রতিবছর শরতের শুভ্রতায় বাঙালি জাতি শারদীয় উৎসবটি জাঁকজমকভাবে পালন করে থাকে। শারদীয় উৎসবকে ঘিরে চাঁদপুর শহর ও পুরো জেলায় চলছে সাজসাজ রব। সনাতন ধর্মাবলম্বী সব বয়সী মানুষের মাঝে বইছে আনন্দের ঢেউ।

অসুরবিনাশিনী দেবী দুর্গা গজে আগমন করবেন এবং নৌকায় গমন করবেন। চণ্ডীপাঠের মধ্য দিয়ে আগামী ১ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের ৫ দিনব্যাপী কার্যক্রম শুরু হবে। ৫ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে তা শেষ হবে।

এবছর চাঁদপুর জেলায় মোট ২১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩৬টি, ফরিদগঞ্জ উপজেলায় ২০টি, শাহরাস্তি উপজেলায় ১৮টি, হাজীগঞ্জ উপজেলায় ২৯টি, হাইমচর উপজেলায় ৬টি, কচুয়া উপজেলার ৪১টি, মতলব উত্তর উপজেলায় ৩১টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সদর উপজেলার মণ্ডপগুলো হলো- কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা মন্দির, রাম কৃষ্ণ আশ্রম, কুন্ডে বাড়ি মন্দির, মজুমদার বাড়ি মন্দির, বাতাসা পট্টি বারোয়ারী মন্দির, নিতাইগঞ্জ পূজা মন্দির, হরিসভা পূজা মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া মন্দির, পুরাণবাজা ঘোষপাড়া সুনীল চন্দ্র ঘোষের বাড়ি মন্দির, জাফরাবাদ পালপাড়া পূজা মন্দির, রঞ্জিতদাসের বাড়ি পূজা মন্দির, নতুন বাজার পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার দাস পাড়া সার্বজনীন পূজা মন্দির, পুরাণবাজার হরিজন পল্লী সার্বজনীন পূজা মন্দির, মহামায়া দত্ত বাড়ি পূজা মন্দির, পুরানবাজার মৈশাল বাড়ি পূজা মন্দির, বাবুরহাট শিলন্দিয়া সারদীয় পূজা মণ্ডপ, মনোহর খাদি দামোদরদী কমল কৃষ্ণ বাড়ি পূজা মন্দির, প্রতাপ সাহা রোড দুর্গা বাড়ি পূজা মন্দির, চরবাকিলা সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ, রমেশদের বাড়ি, বড়স্টেশন ডগলাইন হরিজন পল্লী মহাবীর মন্দির ও স্বর্ণখোলা রোড হরিজন পল্লী সন্তুষি মায়ের মন্দির, ডাসদী বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ।

এসজি

Header Ad
Header Ad

রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি

রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এস এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রাণ ও বিভিন্ন সুবিধার আশায় কক্সবাজারের অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা পরিচয় গ্রহণ করেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা তৈরির সময় এমন চিত্র সামনে এসেছে বলে জানান তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের (ইসি) চার কমিশনার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “আমরা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকানোর চেষ্টা করছি। কিন্তু অনেক স্থানীয় ব্যক্তি স্বেচ্ছায় রোহিঙ্গা পরিচয় নিয়েছে, শুধুমাত্র রিলিফ পাওয়ার জন্য। রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয়দের বিয়ের ঘটনাও বাড়ছে। কোনো ক্ষেত্রে স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি বা উল্টোটা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য কাজ করছি। প্রায় ১৭ লাখ মৃত ব্যক্তি ভোটার তালিকায় ছিলেন। তারা যেন কবর থেকে ভোট দিয়েছেন! এটা আমাদের ধারণার বাইরে ছিল। এছাড়া ৩৬ লাখ যোগ্য নাগরিক এখনো ভোটার হতে পারেননি।”

সিইসি বলেন, সাংবাদিকদের সংগঠনে স্বচ্ছ নির্বাচন হয়, যেখানে কোনো অনিয়ম নেই। “যদি আমরা সাংবাদিকদের মতো নির্বাচন করতে পারতাম, তাহলে ভালো হতো। তাদের নির্বাচনে কারচুপি, অভিযোগ কিছুই থাকে না। আমরা চাই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে।”

নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান সিইসি এস এম এম নাসির উদ্দিন।

Header Ad
Header Ad

যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)

প্রতীকী ছবি

হিজরি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্যে বিশেষ নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এ মাসকে ‘শাহরুল্লাহ’ তথা ‘আল্লাহর মাস’ হিসেবে অভিহিত করেছেন। এ মাসে একটি রাত আছে, যা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ।

প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্যে প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। প্রস্তুতি যত সুন্দর হয়, কাজ তত সুন্দর ও নিখুঁত হয়। ইবাদতের পূর্বে প্রস্তুতি গ্রহণ করা নবীজির সুন্নত। রাসুলুল্লাহ (স.) রমজান মাসের জন্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেন, উম্মতকেও প্রস্তুত করতেন বলে হাদিস শরিফের বিভিন্ন বর্ণনায় এসেছে। নিচে রাসুলুল্লাহ (স.)-এর রমজানপ্রস্তুতি কেমন ছিল তা আলোচনা করা হলো—

১. রমজান প্রাপ্তির দোয়া

রাসুলুল্লাহ (সা.) রজব মাসের চাঁদ দেখে রমজান প্রাপ্তির আশায় বিভোর হতেন। মাহে রমজানের তাওফিক ও বরকত লাভের উদ্দেশ্যে আবেগভরে আল্লাহর দরবারে এ দোয়া করতেন,

‘হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্যে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। (তাবারানি: ৩৯৩৯; বাইহাকি: ৩৫৩৪)

২. দিনক্ষণ গণনা ও শাবান মাসের গুরুত্বারোপ

রমজানের প্রস্তুতি হিসেবে দিনক্ষণ গণনা ও শাবান মাসের হিসাব রাখা একটি সুন্নত আমল। প্রকৃত অর্থে এটি রমজানকে বিশেষভাবে মূল্যায়নেরই একটি নিদর্শন। হজরত আয়েশা (রা.) বলেন—

আল্লাহর রাসুল (স.) শাবান মাসের (দিন-তারিখের হিসাবের) প্রতি এত অধিক লক্ষ রাখতেন, যা অন্য মাসের ক্ষেত্রে রাখতেন না। (আবু দাউদ: ২৩২৫)
এমনকি তিনি শাবানের হিসাব রাখতে নির্দেশও দিয়েছেন, যেন রমজান আগমনের বিষয়ে সন্দেহ সৃষ্টি না হয়। তিনি বলেন, তোমরা রমজানের জন্যে শাবানের চাঁদের হিসাব রাখো। (সিলসিলাতুস সহিহাহ, আলবানি, ২/১০৩)

শাবান মাসে রাসুলুল্লাহ (স.) অধিক হারে রোজা রাখতেন। তিনি উম্মতকেও এর ওপর উৎসাহিত করেছেন। আয়েশা (রা.) বলেন, ‘আমি রাসূল (স.)-কে কখনও রমজান ছাড়া অন্য মাসে এত রোজা রাখতে দেখিনি। শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। বছরের অন্য কোনো মাসে এরূপ করতেন না।’ (বুখারি: ১৬৮৬)। উসামা ইবনে জায়দ (রা.) নবীজী (স.)-কে শাবান মাসে অধিক রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন—

‘বেশির ভাগ মানুষ এ মাসের ব্যাপারে উদাসীন থাকে। অথচ এটি এমন মাস, যে মাসে আল্লাহর কাছে বান্দাদের আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক, যখন আমি রোজাদার’। (নাসায়ি: ২৩৫৭)

৩. রমজানের নিকটবর্তী দিনগুলোতে রোজা না-রাখা

শাবান মাসে অধিক হারে রোজা পালন করা সুন্নতি আমল হলেও পুরো শাবান মাসব্যাপী রোজা পালন করতেন না রাসুলুল্লাহ (স.)। আয়েশা (রা.) হতে বর্ণিত হাদিসে এসেছে, শাবানের তুলনায় অন্য কোনো মাসে আমি তাকে এত অধিক হারে রোজা পালন করতে দেখিনি। তিনি শাবানের প্রায় পুরোটাই রোজায় অতিবাহিত করতেন, তবে কিছু দিন বাদ রাখতেন। (মুসলিম: ১১৫৬)

৪. মুসলমানদের উৎসাহী করা ও মাসআলা-মাসায়েল আলোচনা

রমজান বিষয়ক হাদিসগুলো থেকে জানা যায়, রাসুল (স.) রমজান মাসে সাহাবীদেরকে রমজানের নানা বিধান সম্পর্কে অবগত করতেন, দিকনির্দেশনা দিতেন। কারণ, যে-কোনো বিষয়ের মৌলিক খুঁটি হচ্ছে সে সম্পর্কে পূর্ণ অবগতি এবং পরবর্তী সময়ে সে অনুসারে আমল। সাহাবিদেরকে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্যে নানাভাবে উৎসাহিত করতেন, কল্যাণ আহরণের জন্য আত্মনিয়োগের পরামর্শ দিতেন। রমজানের ফজিলত সম্পর্কিত আলোচনা করতেন। তিনি বলতেন—

‘রমজান বরকতময় মাস—তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্যে ফরজ করেছেন। এ মাসে আল্লাহ প্রদত্ত একটি রাত রয়েছে, যা হাজার মাস হতে উত্তম। যে এর কল্যাণ হতে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো (মহা কল্যাণ হতে)।’ (নাসায়ি: ২১০৬)

আরও বলতেন, ‘রমজানের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের কপাটগুলো বন্ধ করে দেওয়া হয়; তার একটি দরজাও খোলা হয় না। উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো, বন্ধ করা হয় না তার একটিও। একজন আহ্বানকারী আহ্বান জানিয়ে বলেন, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও। আর যে অকল্যাণের প্রত্যাশী, বিরত হও। আল্লাহ জাহান্নাম হতে অনেককে মুক্তি দিবেন এবং তা প্রতি রাতেই।’ (তিরমিজি: ৬৮৩)

তিনি রোজাদারদের জান্নাতের সুসংবাদ দিতেন। সাহাবিদের জানাতেন—

“জান্নাতের একটি দরজা রয়েছে রইয়ান নামে। বলা হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা দাঁড়াবেন, তারা ছাড়া এ দরজা দিয়ে অপর কেউ প্রবেশ করবেন না। তারা প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দেওয়া হবে। অপর কেউ তাতে প্রবেশের সুযোগ পাবেন না।” (বুখারি: ১৭৯৭)

৫. রমজানের আগমন সংবাদে আনন্দ প্রকাশ

রমজানের আগমনে মুমিন বান্দামাত্রই আনন্দ প্রকাশ করে থাকেন। আর আনন্দিত হওয়াই যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা তার প্রদত্ত ফজিলত ও করুণাকে আনন্দের উপকরণ হিসেবে নির্ধারণ করেছেন এবং তাকে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন এভাবে—

‘বলো, এটা আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম।’ (সূরা ইউনুস: ৫৮)

রাসুলে করিম (স.) নিজেও অতিশয় আনন্দিত হতেন এবং বিভিন্ন সময়ে রহমত-বরকত ও কল্যাণ বর্ষণ এবং অবতরণের উপলক্ষ ও অনুষঙ্গগুলোর কারণে ব্যাকুল হতেন। সাহাবিদের বলতেন, “তোমাদের দ্বারে বরকতময় মাস রমজান এসেছে। (নাসায়ি: ২১০৬)

উপরোক্ত আলোচনা থেকে প্রতিয়মান হয় যে, রমজানের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা, মানসিক ও আত্মিকভাবে রমজানের জন্যে ব্যাকুল হওয়া এবং দোয়া ও আমলের মাধ্যমে সকলক্ষেত্রে নবীজির (স.) পদাঙ্ক অনুসরণ করা মুমিন মুসলমানের জন্যে বাঞ্ছনীয়।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নাহ মোতাবেক রমজানের প্রস্তুতি গ্রহণ ও রমজানের প্রত্যেক রোজা যথাযথ আদায়ের তাওফিক দান করুন। আমিন।

Header Ad
Header Ad

আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃংখল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে।

কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে।

এসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৩ ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৩৩ পদাতিক ডিভিশন আর অরানার্সআপ হয়েছে ৭ পদাতিক ডিভিশন।

অনুষ্ঠানে, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ দিতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন। এসময় নির্দিষ্ট টার্গেট করে কয়েক রাউন্ড ফায়ার করেন তিনি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছে: সিইসি
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন বিশ্বনবী (স.)
আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী(ভিডিও)
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা