সীমান্তে অস্ত্রসহ ভারতীয় যুবক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দেশীয় অস্ত্রসহ এক ভারতীয় যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়ন সীমান্তের গংগাহাট আজোয়াটারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম আনারুল শেখ (২২)। তিনি ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে ৩২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আনারুলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা চোর সন্দেহে তাকে আটক করতে গেলে, তার হাতে ধারালো অস্ত্র দেখতে পান। পরে স্থানীয়রা তাকে আটক করতে সক্ষম হন। এ সময় আনারুল তার কাছে থাকা অস্ত্র দিয়ে হরেকৃষ্ণ চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে আঘাত করেন। রাতেই আহত হরেকৃষ্ণ চন্দ্র রায়কে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে স্থানীয় লোকজন এক ভারতীয় নাগরিককে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় জানান, মঙ্গলবার সকালে কাশিপুর ক্যাম্পের বিজিবি বাদী হয়ে ভারতীয় যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অপরাধে মামলাটি দায়ের করা হয়। মঙ্গলবার দুপুর ১ টায় তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
কেএফ/