মানিকগঞ্জে ভগ্নিপতিকে জবাই করে হত্যা
মানিকগঞ্জে রুবেল মিয়া (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার একটি হ্যাচারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জরিত মো. সোহেল হোসেন ওরফে নূরন নবীকে(২৬) আটক করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, মৃত রুবেল মিয়া এবং আটক নূরন নবী সম্পর্কে ভগ্নিপতি। রুবেল উপজেলার কৈতরা এলাকার মামুন মিয়ার হ্যাচারিতে দীর্ঘদিন শ্রমিকের কাজ করতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার তারাশ্বর এলাকায়। সে রেনু মিয়ার ছেলে। আর নূরন নবীর বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রাজনগর এলাকায়। তার পিতা মৃত আলতু মিয়া।
আরো জানা গেছে, আটক নূরন নবী তার বোন জামাইয়ের কাছে বেড়ানোর উদ্দেশে গত ১৬ সেপ্টেম্বর মানিকগঞ্জে আসেন।
পুলিশের ভাষ্যমতে, ভগ্নিপতি রুবেল তার মালিকের ইট ভাটার ইট মালিককে না জানিয়ে বিক্রি করে। বিষয়টি নূরন নবী জানার পর তাকে এই কাজ করতে বাঁধা দেয় কিন্তু বাঁধা উপক্ষো করে আবারো ইট বিক্রি করতে থাকে রুবেল। এ বিষয় নিয়ে গতকাল রাতে তাদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে নূরন নবী ভগ্নিপতিকে রুমের ভেতরে থাকা দা দিয়ে এলোপাথারি কোপ দেয়। এতে রক্তক্ষরণে ভগ্নিপতি সোহেলের মৃত্যু হয়। টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নূরন নবী হত্যার দায় স্বীকার করেছে। স্বজনরা মামলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শুরু করা হবে।
এসআইএইচ