ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি
ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। ২৪ ডিসেম্বর সুগন্ধা নদীতে ঢাকা-বরগুনা রুটের এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শতাধিক হতাহতের ঘটনায় অবহেলার অভিযোগে তাকে ওএসডি করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
ঢাকায় যোগদানের জন্য মঙ্গলবার (৪ জানুয়ারি) তিনি ঝালকাঠি ত্যাগ করবেন বলে জানিয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। তিনি জানান, ৫ জানুয়ারি রতন কুমার ঢালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।
তবে ওএসডি করার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। ঘটনার দিন তিনি কোথায় ছিলেন সে প্রশ্নের জবাবও দেননি।
এর আগে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারিনটেনডেন্ট জিকে মতিয়র রহমান সিকদার জানিয়েছিলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের সময় সিভিল সার্জন ঝালকাঠিতে ছিলেন না। তিনি তার স্ত্রীর কর্মস্থল পিরোজপুরে অবস্থান করছিলেন। পিরোজপুরে তার অবস্থানের সময় তিনি ছুটি নেননি বলেও জানিয়েছেন তার কার্যালয়ের একটি সূত্র।
সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করার যে আদেশ ঝালকাঠিতে পাঠানো হয়েছে, সেটির স্মারক নম্বর চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট জিকে মতিয়র রহমান সিকদার।
বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ঝালকাঠি সিভিল সার্জনকে লঞ্চ দুর্ঘটনার পর তলব করে পাননি বলে জানিয়েছেন ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের একটি সূত্র।
গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩০জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বরগুনা জেলা প্রশাসন।
এসএন