এবার গোলার আঘাতে কাঁপছে উখিয়া সীমান্ত
কক্সবাজারের উখিয়ার পালংখালী আঞ্জুমান পাড়া, বালুখালী সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। গত কয়েকদিন ধরে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। এতদিন ঘুমধুমে সীমাবদ্ধ থাকলেও ক্রমান্বয়ে পুরো সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ছে গোলাগুলির ব্যবহার। থেমে থেমে কাঁপছে সীমান্ত জনপদ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে মর্টার শেলের মতো ভারী অস্ত্রের শব্দে কেঁপে উঠে পালংখালীর ১২টি গ্রাম। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, ঘুমধুম সীমান্তের পর এবার নতুন করে আমার ইউনিয়নের আঞ্জুমান পাড়া উলুবুনিয়া, নলবুনিয়া, বালুখালী সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমারের ওপারে ভারী গুলির শব্দ নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে উখিয়াতে।
ভোর থেকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির শব্দে পুরো এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়েছে। সীমান্ত পারের জাহেদা বেগম ও স্থানীয় সাইফুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। তবে আজ ভোর থেকে তা ব্যাপক আকার ধারণ করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
পালংখালী আঞ্জুমান সীমান্তের বাসিন্দা সাবেক ইউপি সদস্য সুলতান আহমদ বলেন, আজ সকালে আমাদের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বালুখালী সীমান্ত এলাকার দুই ইউপি সদস্য ফজল কাদের ভূট্রো ও নুরুল আলম আলম বলেন, স্থানীয়রা সীমান্ত এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা ভাবছে। আর আমরা বিজিবির পরামর্শক্রমে স্থানীয় চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরীর নির্দেশে সীমান্ত এলাকার লোকজনের পাশে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
এসজি