৭৫ হাজার টাকার জন্য মানবেতর জীবন যাপন করছেন ইমাদুল
মাত্র ৭৫ হাজার টাকার জন্য মানবেতর জীবন যাপন করছেন ইমাদুল সরদার (মনা)। ৫৫ বয়স বয়সী ইমাদুল দুই সন্তানের পিতা। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে।
দীর্ঘ ২০ বছর যাবৎ তিনি একটি দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা মন্দা হওয়াতে বর্তমানে তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। একদিন হঠাৎ অসুস্থ হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে জানতে পারেন তার ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে।
২০২০ সালে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে ডা. মো. মনোয়ার হোসেনের কাছ থেকে অপারেশন করান। এই অপারেশনে তার মলমূত্র ত্যাগের নাড়ি পেটের বাইরে রাখা হয়। যা পরবর্তী তিন মাস পরে আরেকটি অপারেশন করে পূর্বের স্থানে সংযোজন করার কথা ছিল। আর এই অপারেশন সম্পন্ন করতে ৭৫ হাজার টাকা প্রয়োজন। যা তিনি জোগাড় করতে পারেননি, পারছেন না।
আর্থিক সংকটে পড়ে দেড় বছরেও অপারেশন করানো সম্ভব হয়নি ইমাদুল সরদারের পক্ষে। বর্তমানে তিনি মানবেতর জীবন যাপন করছেন।
ইমাদুল জানান, তিনি তালা উপজেলা সমাজ সেবা অফিসসহ বিভিন্ন জায়গায় সাহায্যের আবেদন করে কোনো ফল পাননি বলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
আগের মতো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের সহায়তা কামনা করেছেন তিনি। কোনো হৃদয়বান ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে সরাসরি কথা বলতে চাইলে ০১৭০৩-৫৮০৬৬৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। উক্ত মোবাইল নম্বরে বিকাশ ও নগদ একাউন্ট খোলা আছে।
/ এএন