নাটোরে ৪,৯০০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫

তারা দীার্ঘদিন থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিজেরাই তৈরি করত চোলাই মদ। এরপর সেগুলো সংরক্ষণ ও মাদকসেবিদের কাছে বিক্রি করত। এতে মাদকাসক্ত হচ্ছিল যুবসমাজ। অবশেষে র্যাবের অভিযানে জব্দ করা হলো ৪ হাজার ৯০০ লিটার চোলাই মদ। আর ওই ব্যবসার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন-নাটোর জেলার লালপুর উপজেলার বড়বাহাদুরপুর এলাকার শ্যামপদ পাহাড়ীর ছেলে বিকাশ পাহাড়ী (৩২), শুকলার ছেলে শ্যামপদ পাহাড়ী (৫৫), সুদীর পাহাড়ীর ছেলে বিনোদ পাহাড়ী (৩৫), শ্রীপদ পাহাড়ীর ছেলে সুদীর পাহাড়ী (৬০) এবং পাবনা ঈশ্বরদীর মুলাডুলী এলাকার রমেশ বিশ্বাসের ছেলে সুনীল বিশ্বাস (৩৫)।
নাটোর র্যাব অফিসের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়বাহাদুর গ্রাম ও মুলাডুলীতে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ৪ হাজার ৯০০ লিটার চোলাই মদসহ ওই ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এসআইএইচ
