৭ বছর পর নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বাষির্কী সম্মেলন
দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যানার, পোষ্টার আর গেইট ও তোরন নির্মাণের মাধ্যমে নতুন সাঁজে সেঁজেছে নরসিংদী শহর। প্রস্তুত করা হয়েছে মঞ্চও। অভ্যন্তরীণ কোন্দল নিরসনের পাশাপাশি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গঠনের তাগিদ তৃণমূল নেতা-কর্মীদের। যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মধ্য দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের আশা আকাঙ্খা পূরণ হবে বলে মনে করছেন তারা।
আগামীকাল শনিবার বিকালে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ত্রি-বার্ষিক সম্মেলন। ঢাকার নিকটবর্তী শিল্প শহর নরসিংদী হওয়ায় কেন্দ্রীয় রাজনীতিতেও নরসিংদীর নেতা-কর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ দলীয়ভাবে গুরুত্ব বহন করে। যার ফলে ২০০৮ সালে জেলার ৫টি সংসদীয় আসনের সব কটিতে জয়লাভের মধ্য দিয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে দলটি। সম্প্রতি দুইপক্ষের ব্যাক্তি আক্রোশে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এখানকার আওয়ামী লীগ। ফলে সভা-সমাবেশ, দলীয় কর্মসূচি পালনসহ নানাবিধ কর্মকাণ্ড আলাদাভাবে পালন করতে থাকে নেতা-কর্মীরা। এরই অংশ হিসেবে দলটির জেলা-উপজেলা পর্যায়ের সভাপতি/সাধারণ সম্পাদকের মতো প্রায় ডজন খানেক সিনিয়র নেতা-কর্মীদের দল থেকে অব্যহতি দেওয়া হয়। ফলে দলীয় কোন্দল চরম আকার ধারণ করে। এতে দলীয় কর্মকাণ্ডও দুর্বল হয়ে পড়ে। এবারের সম্মেলনে দলীয় কোন্দল নিরসনের পাশাপাশি গুরত্ব দেওয়া হচ্ছে আগামী সংসদ নির্বাচনকেও।
সম্মেলনে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক), নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোট ১০ জন প্রার্থী। তারা হলেন-আমিনুল ইসলাম ভূইয়া, কামরুজ্জামান কামরুল, আশরাফুল ইসলাম সরকার, মোন্তাজ উদ্দিন ভূইয়া, মানজারুল মজিদ মাহমুদ সাদী, একরামুল ইসলাম ভুইয়া, আফতাব উদ্দিন ভূইয়া, হারুনুর রশিদ খান, হারুনুর রশিদ, বিজয় কৃষ্ণ গোস্বামী।
এদিকে সম্মেলনকে ঘিরে জেলার ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল থেকে থেকে শুরু করে নরসিংদী শহরের অলিগলি পর্যন্ত ছেঁয়ে গেছে নেতাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। বিভিন্ন নেতা-কর্মীর শুভেচ্ছা সংম্বলিত তোরণের শহরে পরিণত হয়েছে নরসিংদী শহর। নির্মাণ করা হয়েছে প্রায় দুই শতাধিক তোরণ। এ ছাড়াও সম্মেলনস্থলসহ আনাচে-কানাচে দেখা যায় শুধুই বিশালাকারের ব্যানার-ফেস্টুন আর পোস্টার।
অন্যদিকে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় কোন্দলের মধ্যেও যেন ফিরেছে প্রাণচাঞ্চল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাল্টাপাল্টি মতামতের ইঙ্গিতে সরব দলীয় নেতা-কর্মীরা।
এ ব্যাপারে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, তৃনমূল আওয়ামী লীগকে মূল্যায়ন করে দলকে আরো শক্তিশালী করার পাশাপাশি নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রার্থী নির্বাচনের গুরুত্ব পাবে এবারের সম্মেলনে। আর এ সম্মেলনকে কেন্দ্র করে কিছু দলীয় কোন্দল থাকলেও নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করছেন তিনি।
এ ছাড়া দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সিদ্ধান্ত চুড়ান্ত বলে মেনে নিয়ে কোন্দল নিরসনে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন পদের প্রার্থীরা।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। সেই সঙ্গে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
এসআইএইচ