শ্রীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, চালক নিহত
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও এক শিশু যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা-শৈলাট সড়কের গোতারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সরাফত আলী (৫৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান,
‘প্রাইভেটকারটি শৈলাট গাজীপুরের দিকে যাচ্ছিল। পেছনে থাকা দুটি অটোরিকশা একে-অপরকে ওভারটেক করার চেষ্টা করলে প্রাইভেটকারের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সরাফত আলী নিহত ও তার স্ত্রী শিরিনা আক্তারসহ এক শিশু যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত সরাফত শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের গোতারবাজার এলাকায় শ্বশুর বাড়িতে থেকে এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
এ প্রসঙ্গে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম আক্তার জানান, এক নারী ও শিশুকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হলেও শঙ্কামুক্ত।
এ বিষয়ে শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে চালক প্রাইভেটকার নিয়ে পালিয়ে য়ায়।
এসআইএইচ