বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বগুড়ায় অবৈধভাবে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাষ্ট সপার মার্কেটের নকশা বর্হিভূতভাবে নির্মিত একাংশ গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। এসময় প্রায় ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় নির্মিত দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে। বুধবার বেলা ১২টায় শহরের স্টেশন রোডের ওই মার্কেটে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাষ্ট জায়গাটি লিজ নিয়েছে। কিন্তু রেলের নিয়ম বহির্ভূত ও আইন অমান্য করে পার্কিংয়ের স্থানে অবৈধ দোকান ঘর গড়ে তোলা হয়েছিল। আর সেকারণেই মার্কেটের সামনে পার্কিং জোনের জন্য ১২ হাজার ৬০০ বর্গফুট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই পার্কিং এরিয়া অবৈধভাবে দোকান ঘর নির্মান করা হয়েছে।
বার বার নোটিশ দেওয়ার পরও তারা কোন ধরনের পদক্ষেপ গ্রহন করেনি। পার্কিং এর জায়গা সংরক্ষণের ভিত্তিতে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। মার্কেটে আরও বেশ কিছু দোকানের অভিযোগ রয়েছে যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কোন ধরনের অবৈধ দোকান ও জায়গা দখলদারিত্ব করতে দেয়া হবে না।
মার্কেটের পোশাক ব্যবসায়ী আমানুল্লাহ বাবু বলেন, আমরা এখন কোথায় যাব? লিজ নেয়া জায়গায় নির্মিত একটি দোকান ৮ লাখ টাকায় কিনেছি, আরেকটি দেড় লাখে ভাড়া নিয়েছি। ব্যবসা শুরু করেছি ৩ মাস হয়েছে। এ অবস্থায় আমাদের কি? হবে।
এএজেড