মাটি ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল সার তৈরি, জরিমানা
জয়পুরহাটে ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বিপণন করার অপরাধে ক্রপটেক বাংলাদেশ লিমিটেড নামের এক প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ (৫০ হাজার) টাকা অর্থদণ্ড করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার বিসিক শিল্পনগরী এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি বলেন, ওই প্রতিষ্ঠানের মাটি ও কেমিক্যাল মিশে ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বিপণন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল কিনা তা জানার জন্য স্যাম্পল নেওয়া হয়েছে।
এসব স্যাম্পল ঢাকায় ল্যাব টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হবে। রিপোর্ট পেলে জানা যাবে এসব সার-কীটনাশক ভেজাল ছিল কি-না। ভেজাল প্রমাণ হলেই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।
অভিযানে এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানাসহ র্যাবের অন্যান্য সদস্যরা।
এএজেড