বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৫
নাটোরের লালপুরে বৃষ্টির পানি বের হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ রজব আলীকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গুলিবিদ্ধ রজব আলী নাগশোষা গ্রামের ফজর সরদারের ছেলে। আহতরা হলেন- রজবের ভাই আজমত, তাজু, জানারুল ও তাজুর স্ত্রী রেখা।
রজবের ভাই আনোয়ারুল জানান, বৃষ্টির পানি বের হওয়া নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশী জমিরের পরিবার ও তার চাচাতো ভাই নবীর পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়ায়। স্থানীয়দের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু হঠাৎ পাশের চর এলাকা থেকে জমিরের ছেলে সুমন ও নবীর ছেলে সবার আলী ঘটনাস্থলে এসে রজবদের লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি করে। এসময় একটি গুলি রজবের পেটে লাগে। স্থানীয় ও পরিবারের সদস্যরা রজব ও আজমতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রজবকে রাজশাহী মেডিকেলে পাঠায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাস্থলে গুলিবর্ষণে একজন আহত হয়েছেন। ওই জায়গায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পরপরই সুমন ও সবার আলী পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এসজি