ইনজেকশন পুশের পরপরই খিঁচুনি দিয়ে প্রসূতির মৃত্যু!

বরগুনার পাথরঘাটায় শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে রুমা বেগম (২৫) নামের এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
মৃত রুমা উপজেলার কালমেঘা ইউনিয়নের সৌদি প্রবাসী মো. জসিম উদ্দিনের স্ত্রী এবং কাকচিড়া ইউনিয়নের কনক খাঁর মেয়ে।
রুমা বেগমের পরিবারের দাবি, ওই ক্লিনিকের শামীমা নাসরিন ইনজেকশন পুশ করার পরপরই কয়েকবার খিঁচুনি দিয়ে মারা যান তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মকবুল মিলন দাবি করেন, অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়। পরে ব্রেন স্ট্রোক করায় ওই প্রসূতির মৃত্যু হয়।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কী কারণে প্রসূতি নারীর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
এ ব্যপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
