জেলা পরিষদ নির্বাচন
অবশেষে দলীয় সমর্থন পেলেন নজরুল ইসলাম
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও কিছুক্ষণ পর তালিকায় সাতক্ষীরার প্রার্থীর নামের স্থানটি ফাঁকা রাখা হয়। এ নিয়ে শুরু হয় নানা জল্পনা, কল্পনা। এরপর কেন্দ্র থেকে জানানো হয় রবিবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর প্রেক্ষিতে রবিবার বেলা ১২টার দিকে চুড়ান্ত মনোনয়নপত্র নজরুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়।
আলহাজ্ব নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে একাধারে ১৮ বছর সুনামের সঙ্গে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২০১৭ সালে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় এবার দলীয় সমর্থন পাবে কী পাবে না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়।
এসআইএইচ