আতপ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত
দেশের বাজারে চালের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে শুধু আতপ চাল রপ্তানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। তবে সিদ্ধ চাল রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ করেনি ভারত। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সিদ্ধ চাল আমদানি অব্যাহত থাকবে। সেই সঙ্গে দেশের বাজারে দামের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
ভারতের সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার বলেন, ভারতের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানি নিরুৎসাহিত করতে গত বৃহস্পতিবার চাল রপ্তানির ক্ষেত্রে শুল্ক আরোপের বিষয়টি আমাদের জানানো হয়। এক পত্রের মাধ্যমে শুক্রবার থেকেই কার্যকর করা হয়েছে। সেই পত্রে উল্লেখ করা হয়েছে ব্রোকেন রাইস বা ভাঙা চাল (খুদ) রপ্তানি একেবারে বন্ধ করা হয়েছে, এ ছাড়া ব্রাউন চালে ২০ ভাগ ও হাস্ক নামে একটি চালে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে সিদ্ধ চালে কোনো শুল্ক আরোপ করা হয়নি। যার কারণে আগের মতো বন্দর দিয়ে শুল্কমুক্ত পণ্য হিসেবে এই সিদ্ধ চাল বাংলাদেশে রপ্তানি অব্যাহত থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে অনুমতি পাওয়ার পর থেকেই গত ২৩ জুলাই থেকে বন্দর দিয়ে চাল আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। এর উপর গত ২৮ আগস্ট চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করে সরকার। এতে করে চালের আমদানি যেমন বাড়ে তেমনি দেশের বাজারে চালের দাম কমতে শুরু করে। কিন্তু গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করে চাল রপ্তানিতে ভারত সরকার ২০ শতাংশ শুল্ক আরোপ করে। শুক্রবার থেকেই তা কার্যকর করা হয়। সেই আদেশের কপি প্রদানের মাধ্যমে শুল্ক আরোপের বিষয়টি পরিষ্কার করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে মূলত আতপ ও সিদ্ধ চাল আমদানি হয়। কিন্তু শুধু আতপ চাল রপ্তানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। সিদ্ধ চাল আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ করেনি। এ ছাড়া ভাঙা চাল রপ্তানি বন্ধ, ব্রাউন চালে ২০ শতাংশ ও হাস্ক নামে চালে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যা এই বন্দর দিয়ে আমদানি হয় না। শুল্ক বাড়ার ফলে কেজিতে ৩/৪ টাকা করে বাড়তে পারে এ চালের দাম। তবে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন আগের টেন্ডারে আতপচালগুলো শুল্ক মুক্ত হিসেবেই রপ্তানি করবে তারা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রয়েছে। বেলা পৌনে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ৪টি ট্রাকে ১৬০ টনের মতো সিদ্ধ চাল আমদানি হয়েছে।
এসএন