লোকালয়ে চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী

টাঙ্গাইলের সখীপুরে দেখা মিলল বনাঞ্চলে থাকা চিতাবাঘের। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার হতেয়া ইউনিয়নের হতেয়া গ্রামের রাস্তায় চিতাবাঘটি দেখা যায়। চিতাবাঘটি দেখে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।
চিতাবাঘের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকেই বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন।
হতেয়া গ্রামের বাসিন্দা আব্দুল রাজ্জাক বলেন, কিছুদিন ধরে এলাকার অনেকেই বেত বাগানে চিতাবাঘ দেখেছেন। এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক এড়াতে উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
স্থানীয় হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, শ্রমিকেরা বেত কাটতে বাগানে গেলে চিতাবাঘ দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে বাগান থেকে বেরিয়ে আসে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
এ ব্যাপারে হতেয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, উপজেলার হতেয়া এলাকায় চিতাবাঘের বিচরণ প্রায় তিন মাসের। এলাকার জনসাধারণের সর্তকভাবে চলাচলের এবং বেত বাগানে জনসাধারণকে প্রবেশ নিষেধ করছি।
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম জানান, বেত বাগানে চিতাবাঘের বিষয়টি দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।
এসজি
