যে গ্রাম দেখতে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ
ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ দুইবার ঢাকা সফরে এসেছিলেন। একবার পাকিস্তান আমলে ১৯৬১ সালে, তখন বাংলাদেশ স্বাধীন হয়নি। দ্বিতীয়বার এসেছিলেন ১৯৮৩ সালে, তখন জেনারেল এরশাদের শাসনামল। সে সময় তিনি বাংলাদেশের একটি গ্রামের নারীদের দেখতে গিয়েছিলেন।
চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। সফরের একদিন রেখেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে যাওয়ার জন্য। এদিন তিনি প্রথমে ঢাকা থেকে ট্রেনে শ্রীপুরে আসেন। এরপর সেখান থেকে গাড়িতে করে বৈরাগীরচালায় যান রানি। রানির এই সফরটি এখনও গ্রামটির মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে।
জানা গেছে, রানির আগমন উপলক্ষে ওই গ্রামে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছিল, যা পরবর্তীতে এলাকায় কলকারখানা গড়ে উঠতে সাহায্য করে। তখন কথা বলেছিলেন গ্রামের নারীদের সঙ্গে। রানির এই সফর এখনও গ্রামের মানুষের কাছে এক অতি মূল্যবান স্মৃতি।
সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব এ কে এম. সাখাওয়াত হোসেন খান বলেন, রানির ইচ্ছা ছিল বাংলাদেশের একটি স্বনির্ভর গ্রাম পরিদর্শন করবেন। এই গ্রামে রানিকে মুড়ি খাওয়ানো হয়েছিল এবং কাপড় বোনার কাজও দেখানো হয়েছিল।
তিনি আরও বলেন, রানি বেশির ভাগ সময় কাটিয়ে ছিলেন গ্রামের নারীদের সঙ্গে। রানিকে তার দাদী একটি চাবি উপহার দিয়েছিলেন, যার অর্থ এই গ্রামে রানি যেকোনো সময় আসতে পারেন। তার জন্য গ্রামের সকল বাড়ির দরজা খোলা।