নওগাঁয় পচা ডিম দিয়ে কেক ও বিস্কুট, জরিমানা
নওগাঁয় একটি বেকারিতে পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছিল কেক ও বিস্কুট। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ধ্বংস করা হয় পঁচা ৪শ ডিম। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের হাজীপাড়ায় আশা ফুড প্রোডাক্টে এই ঘটনাটি ঘটে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। শামীম হোসেন বলেন, ভোক্তাদের স্বার্থে প্রতিদিনই আমরা বিভিন্ন হাট-বাজার ও বেকারিতে অভিযান পরিচালনা করে থাকছি। এরই ধারাবাহিকতায় দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় দেখা যায় পঁচা ডিম দিয়ে কেক ও বিস্কুট তৈরি করা হচ্ছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ওই বেকারি মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এবং পচা ৪শ ডিম ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এএজেড