নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে ধানের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হন তার পাশেই কাজ করা অপর কৃষক। দগ্ধ ওই কৃষককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া বিলে এ ঘটনা ঘটে।
নিহড ওই কৃষকের নাম বেলাল মিয়াজি (৪৫)। তিনি ওই এলাকার হাজী আবুল হোসেনের ছেলে। অপর দগ্ধ কৃষক সেলিম হোসেন (২৮) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সকালে হালকা বৃষ্টির মধ্যেই ধানের জমিতে কাজ করছিলেন বেলাল মিয়াজি। পাশের জমিতে কাজ করছিলেন সেলিম। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। দগ্ধ হন সেলিম। সেলিমের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসআইএইচ