রোহিঙ্গার বসতঘর থেকে ১ লাখ টাকা ও ইয়াবা উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে ইয়াবা লেনদেনের নগদ ১ লাখ টাকাসহ বাথরুমে বিশেষ কায়দায় লুকানো ৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে এপিবিএনের সদস্যরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে বালুখালীস্থ ক্যাম্প-৮ ইস্ট এর বি/৬৩ ব্লকের শরিফের বসতঘর থেকে এসব উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালীস্থ ক্যাম্প ৮ এর বি/৬৩ ব্লকের রোহিঙ্গা মো. শরিফে বসতঘরে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় এপিবিএনেরর উপস্থিতি টের পেয়ে শরিফ কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে শরিফের বসতঘরের বাথরুমে বিশেষ কায়দায় লুকানো একটি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে ৮ হাজার ইয়াবা পাওয়া যায়। আর ইয়াবা লেনদেনের নগদ ১ লাখ টাকাও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, শরিফ চিহ্নিত মাদক কারবারি। শরিফ পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর উদ্ধারকৃত মাদক ও টাকার আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ