বিএনপিকে মিথ্যাচার পরিহার করতে হবে: হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে যে আপনারা ভাংচুর করলেন- এর দায়ভার কে নিবে? আপনারা আন্দোলনেরে কথা বলে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবেন- আর সরকার মামলা দিলে কান্নাকাটি করবেন।
তিনি বলেন, আপনারা সরকারকে নিয়ে মিথ্যাচার করেন। আপনারা বাংলাদেশের মানুষকে নিয়ে অনেক ছিনিমিনি খেলেছেন। ক্ষমতায় না থেকেও অন্যায় অত্যাচার করেছেন। আন্দোলনের নামে যদি কোন সহিংসতা করেন আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা ব্যবস্থা নিবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ আইন নিজের হাতে তুলে নিবে না। বাংলাদেশের যে কোন অপশক্তিকে প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা সহযোগিতা করবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্ধোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল অমিন। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রৌশন আলী মাষ্টার।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিদ রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য সাবেক এমপি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, সাবেক এমপি গোলাম মোস্তফা, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সি, শেখ আব্দুল আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ মহিলা শ্রমিক সুরাইয়া আক্তার, উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এটিএম মেহেদী হাসান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম কামাল। দীর্ঘ ২৬ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে সফিউল হককে সভাপতি, কামাল চৌধুরীকে সাধারণ সাধারণ সম্পাদক করে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
এএজেড