বিপৎসীমার উপরে তিস্তার পানি, পানিবন্দি হাজার পরিবার
উজানের ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে বৃহস্পতিবার দুপুর থেকে। এর ফলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে। বেলা তিনটায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জলকপাট(৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
তিস্তায় পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি চর ও গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পাঁচ হাজার পরিবার বন্যার বন্যা কবলিত হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, ‘তিস্তা নদীর পানি বিকেল তিনটায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে ওঠে। সন্ধ্যা ৬টায় আরো বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪ টি) জলকপাট খুলে রাখা হয়েছে।
টিআর