চিংড়িতে জেলি পুশ, ২ ব্যবসায়ীকে জরিমানা
চিংড়িতে জেলি মেশানোর দায়ে ফেনীতে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শহরের আদালতপাড়া সম্মুখস্ত পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম ও ফেনী মডেল থানার পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌর মৎস্য আড়তে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চিংড়ি পরীক্ষা করে আল্লাহর দান মৎস্য আড়ত ও শাহজালাল মৎস্য আড়তকে যথাক্রমে ১০ হাজার করে ২০ হাজার টাকাসহ দুটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি আড়ত থেকে প্রায় ১০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন ভৌমিক বলেন, আড়তে গিয়ে ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি পাওয়া যায়। এই জেলিযুক্ত চিংড়ি খেলে পাকস্থলী, কিডনির রোগসহ শরীরে নানা জটিলতার সৃষ্টি হতে পারে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসজি