মহিলা কাউন্সিলর অফিসে দুদকের অভিযান

ঘুষ গ্রহণের অভিযোগে মহিলা ওয়ার্ড কাউন্সিলরের অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১, ২৫ ও ২৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর অফিসের বিরুদ্ধে ওয়ারিশান সনদ প্রদানের বিপরীতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা।
অভিযানকালে সনদ প্রদানের সময় অফিস সহায়ক শাহেদ ও জসিম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে বিষয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম (বিউটি) জানেন না বলে দুদকের কাছে দাবি করেছেন।
দুদক জানায়, শাহেদ ও জসিমের দাবি, বিষয়টি সম্পর্কে সংরক্ষিত মহিলা কাউন্সিলর কিছু জানেন না। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম (বিউটি) জানান, সনদের বিপরীতে তার অফিস সহায়ক জসিম ও শাহেদের টাকা নেওয়ার বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে কাউন্সিলর তাদের উভয়কে সর্তক করেছে। অভিযোগের পুনরাবৃত্তি রোধে জোরালোভাবে পদক্ষেপ নেবেন এবং এখন থেকে অফিসের প্রতিটি কাজে নিজের তদারকি বাড়াবেন মর্মেও অঙ্গীকার করেন।
এমএ/এসজি
