ছেলের অস্ত্রের গুলিতে আহত পিতা হাসপাতালে ভর্তি
কক্সবাজারের টেকনাফে ঝগড়া-বিবাদ থামাতে গিয়ে নিজ ছেলের অস্ত্রের গুলিতে আহত হয়েছে মোহাম্মদ ইউনুস ( ৫০ ) নামের এক ব্যক্তি। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য আত্মসমর্পণকারী ইয়াবা কারবারি নাজির পাড়া গ্রামের এনামুল হক প্রকাশ এনাম মেম্বার ও তার চাচাত ভাই ফরিদের ছেলে আবুল ফয়েজ প্রকাশ ফুরিংগার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হলে এনাম মেম্বারের ভাগিনা আব্দুল আমিন এসে সেখানে যুক্ত হয়।
এ সময় কথা কাটাকাটি থামাতে এগিয়ে আসে আব্দুল আমিনের পিতা মোহাম্মদ ইউনুস। এ ঘটনার এক পর্যায়ে আব্দুল আমিন আবুল ফয়েজ ফুরিংগাকে লক্ষ্য করে গুলি করতে গিয়ে সেই গুলি নিজ পিতা মোহাম্মদ ইউনুসের বাম হাতে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আহত ইউনুসকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেন মিথু জানান, আহত ব্যক্তিকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বেলা ২ টার সময় গুলিবিদ্ধ হয়ে আহত ইউনুস নামের একজনকে হাসপাতালে আনা হয়। তার বাম হাতের কনুই গুলি ঢুকে বের হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নাজির পাড়ায় ছেলের গুলিতে পিতা গুলিবিদ্ধ হয়েছে এধরণের সংবাদ পাওয়ার পর অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।
এএজেড