কাপ্তাইয়ে অনিবন্ধিত দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশে সকল অনিবন্ধিত বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার প্রেক্ষিতে কাপ্তাইয়ে অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। যার মধ্যে একটি নিবন্ধন নবায়ন না করায় এবং অন্যটিকে নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করায়।
বুধবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কাপ্তাই উপজেলার নতুন বাজার, বড়ইছড়ি সদর ও লিচুবাগান এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজীতে অভিযান চালানো হয়। নিবন্ধনের নবায়ন না থাকায় বড়ইছড়ি সদরের মেনকা প্যাথলজি এবং নিবন্ধন বিহীন বারোগনিয়া গেইট সংলগ্ন কর্ণফুলী প্যাথলজিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
এছাড়াও অভিযান পরিচালনাকালীন সময়ে, কাপ্তাই নতুনবাজার হিলভিউ ডায়াগনস্টিক সেন্টারকে লাইন্সেস নবায়নের জন্য দুই সপ্তাহ সময় প্রদান করা হয় এবং কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মান বৃদ্ধির জন্য নিদের্শনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াস।
ডা. ওমর ফারুক জানান, কাপ্তাইয়ে চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও একটি বেসরকারি হাসপাতাল রয়েছে নিবন্ধিত। যার মধ্যে বেসরকারি হাসপাতালটির সব কাগজ ঠিক রয়েছে। আর চার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটি শুধু চলতি বছরে নিবন্ধন নবায়ন করে নাই, সেটিকে আমরা দুই সপ্তাহের সময় দিয়েছি। আর একটি ২০১৭-১৮পর থেকে নবায়ন করে নাই সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিবন্ধন ছাড়াই বায়োগনিয়া এলাকায় কর্ণফুলী প্যাথলজি পরিচালনা করায় সেটিকে বন্ধ করে দিয়েছি।
এএজেড