বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা
জাতির পিতার স্মরণসভা বঙ্গবন্ধু ও তার পরিবারকে আনুষ্ঠানিক শ্রদ্ধা প্রদর্শনের সভা। তাঁদের প্রতি শ্রদ্ধার চর্চা হিসেবে আমরা শোকাবহ এ মাসে স্মরণসভা করে থাকি। ভূ-খন্ডে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতির পিতা ও তার পরিবারের প্রতি আমাদের ঋণ কোনোদিন শোধ হবে না।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৪ টায় শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এ কর্মসুচীর আয়োজন করে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামিল হাসান দুর্জয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুর রহমান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ।
বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন শাহীন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী রসকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু, জিএস ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম, পৌর যুব লীগের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, ইঞ্জিনিয়ার গোলাপ মিয়া প্রমূখ।
এর আগে উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের সাথে সভাস্থলে যোগ দেন। আলোচনাসভা শেষে মিলাদ, দোয়া এবং গণভোজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এএজেড