হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরেক ভাই। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোকন মিয়া (৪৫) ও ঝিলন মিয়া (৩২)। তারা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই নৌকা ও বাঁশের চাঁই নিয়ে হাওরে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান। এসসয় সঙ্গে থাকা আরেক ভাই আহত হন। পরে স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ সকালে হাওরে মাছ ধরতে যান তিন ভাই। মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ভাই মারা গেছেন। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং আহত অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসজি