তিন ব্যবসায়ী হত্যা মামলার আসামি ১৭ বছর পর গ্রেপ্তার
কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকায় গলা কেটে দুই ভাইসহ তিন ব্যবসায়ী হত্যাকান্ডের মূল আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোঃ রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার দিবাগত রাতে তাকে কুমিল্লার সদর উপজেলার আলখারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৭ সালের ৭ জানুয়ারি রাতে হত্যা করা হয় তিন ব্যবসায়ীকে। র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান।
তিনি জানান, ২০০৭ সালে একরাতে শ্রীয়াং বাজার থেকে ব্যবসা শেষে কাচামাল ও পান ব্যবসায়ি দেবনাথের ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং অপর পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া বাড়ি ফেরা পথে দণ্ড প্রাপ্ত আসামি রাসেল ও তার সহযোগীরা টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় ভিকটিমরা আক্রমনকারীদের চিনতে পারায় প্বার্শবতি মাঠে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় বাচ্চু মিয়ার ভাই কবির হোসেন লাকসাম থানায় মামলা করেন। ২০১৮ সালে ১৪ নভেম্বর কুমিল্লার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালতের বিচারক নাহার বেগম শিউলি হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জন আসামির বিরুদ্ধে মৃত্যু দণ্ড রায় দেন। আসামিদের মধ্যে রাসেল ও স্বপন পলাতক ছিল। এ মামলার অন্য তিন আসামি আবদুর রহমান, ফারুক হোসেন ও শহীদুল্লাহ কারাগারে রয়েছেন বলেও জানান তিনি।
এএজেড